রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় হোসেনআলী (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাখালী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ হোসেন আলী (৫৫) একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
এলাকাবাসী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা যায়, সকালে বিলের ধান ক্ষেতে ধানের চারা রোপনের জন্য চারা নিয়ে বের হন হোসেন আলী। যাওয়ার পথে নদী সাঁতারে পার হওয়ায় সময় পানিতে তলিয়ে যান তিনি। এরপর থেকে নিখোঁজ রয়েছে হোসেন আলী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। প্রাথমিক ভাবে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। ডুবুরিদল কে খবর দেওয়া হয়েছে তারা আসলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                