রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, জেলা আ‘লীগের উপদেষ্টা ও সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী’র নেতৃত্বে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে এ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা হতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের হাজার হাজার সমর্থক বালুঘাট এলাকায় মিলিত হন। সেখানে নৌকার মাঝি মোশতাক আহমেদ রুহী সরকারের উন্নয়ন ও কল্যাণমুখী বিভিন্ন সফলতার কথা তুলে ধরে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচনী এলাকা নেত্রকোণা-১ এর সর্বস্তরের জনগণের কল্যাণ ও উন্নয়নের পক্ষে রায় প্রদানের জন্য আহবান জানান। এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা হাত তুলে নৌকা মার্কায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিপূর্বে এলাকা ভিত্তিক মিছিল, উঠানবৈঠক, ও খন্ড খন্ড পথসভা অনুষ্ঠিত হচ্ছে। এতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করছেন।