ঢাকাSunday , 31 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে বিএনপির প্রস্তুতি সভায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক বিজয় সহ আহত ৮ ।

দেশ চ্যানেল
August 31, 2025 6:14 pm
Link Copied!

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২৯শে আগষ্ট পৌরসভা হল রুমে প্রস্তুতি মিটিং শুরুর আগ মুহূর্তে সশস্ত্র সন্ত্রাসী হামলা হয়। সেই হামলায় দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন,দৈনিক আওয়ার বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আলামিন হক বিজয় সহ ৮ জন আহত হন।

সূত্র বলছে,এটা পূর্ব পরিকল্পিত হামলা। এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে জার্জিস হোসেন সোহেলর নাম প্রকাশ করেছেন স্থানীয় নেতা কর্মীরা। তার নির্দেশে তার পালিত ক্যাডার বাহিনীর সেনাপতি রেন্টু,নাহিদুল ইসলাম বিদয়, মনিরুল,বাতেন,মোস্তফা,আব্দুলাহ আল মামুন, রাকিবুল ইসলাম রাকিব,মিলন,আব্দুল্লাহ সহ ১৫-২০ জনের একটি দল হাতুড়ি ও লোহার রড নিয়ে হলরুমে প্রবেশ করে। তারা নেতাদের মারার ইস্যু তৈরি করে সামনের চেয়ারে বসা নিয়ে। তারা মঞ্চে থাকা নেতাদের দিকে তাক করে চেয়ার ছুঁড়ে মারে।

প্রত্যক্ষদর্শীরা জানান,সোহেলের ক্যাডার রেন্টু জোবায়েদেকে হত্যার উদ্দেশ্যে মাথায় হাতুড়ি দ্বারা আঘাত করে রক্তাক্ত করে এবং বিদয় কিল-ঘুষি মারে জোবায়েদ হোসেনকে বাঁচাতে গিয়ে আহত হন মমিন,আঃ ওয়াহাব মাষ্টার। সেই সময় সাংবাদিক বিজয় তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। বিজয় হলরুমে থেকে বের হলে তার মোবাইল ফোন ও পরিচয় পত্র ছিনিয়ে নেয় এই সন্ত্রাসী বাহিনীর বাতেন ও রাকিব এবং বিজয়ের ব্যবহৃত পালসার এন এস বাইক ছিনিয়ে নেয় মনিরুল, মোস্তফা,মামুন, আব্দুল্লাহের মত সন্ত্রাসীরা। পরবর্তীতে এই সন্ত্রাসী দল সাংবাদিক বিজয়কে হাতুড়ি ও লোহার রড দ্বারা এলো‌-পাথাড়ি ভাবে আঘাত করে। বিজয়কে বাঁচাতে ছুটে এসে তাদের আক্রমণের শিকার হন,অধ্যাপক জিয়াউল হক রতন,উপজেলা শ্রমিক দলের আহবায়ক আলাউদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিলহজ,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল হক রেন্টু আহত হন।

আহতদের মধ্যে জোবায়েদ ও বিজয়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে জোবায়েদ ৮ নং ও বিজয় ৩১ নং ওয়ার্ডে ভর্তি আছেন।

এই হামলা বিষয়ে জানতে,কথা হয় জনাব সাইদুর রহমান মন্টু সাবেক মেয়র দুর্গাপুর পৌরসভা। তিনি বলেন,এই হামলা পরিকল্পিত হামলা। সোহেল তার ক্যাডার বাহিনী দ্বারা করিয়েছে। সোহেল সহ যারা এই পরিকল্পিত হামলার সাথে জড়িত তাদের দল থেকে বহিষ্কার করার দাবি করছি। সন্ত্রাসীদের কোন দল নাই। তারা একজন গণমাধ্যম কর্মী বিজয়,তাকেও আঘাত করে তার মোবাইল ও মটরসাইকেল ছিনিয়ে নিয়েছে।

কথা হয় দুর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নালের সাথে তিনি বলেন, উপজেলা বিএনপির সদস্য সচিবের উপর হামলা তা কোন ক্রমেই মেনে নেওয়া যায় না,আমরা উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ে ৩০শে আগষ্ট বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমরা অনতিবিলম্বে হামলা কারিদের স্থায়ী বহিষ্কার চাই। তা না করা হলে‌ বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।

কথা হয় জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সাথে তিনি বলেন,এই হামলা অত্যন্ত নেক্কার জনক ঘটনা। ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হামলা কারিদের কোন ক্ষমা নাই।

কথা হয় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতিকুল ইসলাম বলেন,ঘটনা শুনেছি বেশ কিছু লোক আহত হয়েছে।সাংবাদিক বিজয়ের মোবাইল ও মটরসাইকেল ছিনিয়ে নিয়েছে পরবর্তীতে মোবাইল ফেরত দিয়েছে। মটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ লিখত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST