রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর কৈশোর কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় দুর্গাপুর উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের সুসং সরকারী মহাবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিগড় ইউনিয়নের চেয়ারম্যান আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইদ্রিস আলী সরকার, ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান, আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, শাখা ব্যবস্থাপক মোরশেদ আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা সাইদুল ইসলাম, ডিএসকে স্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জীবন, চিনু রেমা, আঃ হান্নান সহ আরো অনেকে।
ফাইনাল খেলায় চন্ডিগড় ইউনিয়ন একাদশ বনাম
বাকলজোড়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। খেলার নির্ধারিত সময়ে সময়ে চন্ডিগড় ইউনিয়ন ১-০ গোলে বাকলজোড়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন৷
অতিথিরা ডিএসকে ও পিকেএসএফ কে ধন্যবাদ জানান যুবকদের জন্য এমন খেলার আয়োজন করার জন্য।
মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এ খেলার আয়োজন করা হয়েছিলো বলে জানায় আয়োজকরা৷