মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পৌর মেয়র ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন এর সাথে মেহেন্দিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ(১৪অক্টোবর) সন্ধা ৭টায় মেহেন্দিগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খাঁনের সভাপতিত্বে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পূজা উদযাপন, আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন বলেন, ধর্ম যার রাষ্ট্র সবার। ফলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে।সাম্প্রদায়িক সম্প্রীতি মুক্তিযুদ্বের চেতনায় উদ্বৃত্তের বাংলাদেশ গড়ে উঠেছে। সেই চেতনাকেই ধারন করেই কিন্তু আজকে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেহেন্দিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কোন অবস্থাতেই গুজব বা উস্কানিতে কান দিবেন না।কোন কিছু ঘটলে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।
এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীরসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।