রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি:
যতদিন বাঁচবো, ততদিন ভালো কাজের সঙ্গে বাঁচবো, ভালো কাজকে স্বীকৃতি দিয়ে যাব যারা ভাল কাজ করবে আমি তাদের সাথে আছি যারা মন্দ কাজ করবে আমি তাদের সাথে নাই। মনে রাখবেন ভালো কাজের অনুশীলন, স্বীকৃতি দিবে মাগুরা জেলা প্রশাসন আজ বুধবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “এক পেট আহার অতঃপর হাসি” সংগঠনের উদ্যোগে দুস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এসব কথা বলেন। তিনি আরো বলেন, একটি ভালো কাজ আপনার জীবনকে বদলে দিতে পারে, বদলে দিতে পারে আপনার সমাজকে তাই বেশি বেশি ভালো কাজ করুন সমাজের অসহায়, নিপীড়িত, শোষিত, অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান তাহলে দেখবেন সৃষ্টিকর্তা আপনার সহায় হবেন। উপজেলা মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড :কামাল হোসেন। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর, বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক আহমেদ, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা মুক্তমঞ্চের সম্মুখ প্রাঙ্গনে মুন্সী জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন এলাকা আগত দুই শতাধিক দুস্থ্য ও প্রতিবন্ধী মানুষের মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়। মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বেলার খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা দুস্থ্য ও প্রতিবন্ধীরা।