মুন্না ইসলাম আগুন দুর্গাপুর প্রতিনিধিঃ
রাজশাহীর দূর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বহরমপুর খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরা হাফেজিয়া মাদ্রাসায় ৩৩ টি শীতবস্ত্র (কম্বল) ৩৩ জন ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (০৫/০১/২০২৫) ইং তারিখ সন্ধ্যা পরে দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের উদ্যোগে শীতার্ত অসহায় ও দুস্থ শিশুদের উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন দূর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী। তাহার উপস্থিতিতে হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে ছাত্ররা খুবই আনন্দিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,দূর্গাপুর পৌরসভার ইঞ্জিনিয়ার শাহাবুল হক, হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তৈবুর রহমান মকবুল, উক্ত হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম, বজলুর রহমান, আসাদুল, আফসার আলী, মিজানুর রহমান প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ কালে দূর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী বলেন, সরকারি অনুদানের পাশাপাশি সমাজের বিত্তবানদের এই অসহায় শিশুদের পাশে এগিয়ে আসা একান্ত প্রয়োজন। আমরা বহরমপুর খাতুনে জান্নাত ফাতেমাতুজ্জোহরা হাফেজিয়া মাদ্রাসার অসম্পূর্ণ কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব বলেও আশ্বাস প্রদান করেন।