জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি নেত্রকোনা।
নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি এলাকায় গরুর খামারে ডাকাতি ও খুনের ঘটনায় ডাকাত দলের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন, মোঃদুলন মিয়া(২৮) পিতা,মোঃশাহাবদ্দিন।আব্দুল মান্নান(৪২) পিতাঃমৃত মহর আলী।আব্দুল আওয়াল(৩২)পিতাঃ আব্দুল কাদের। উভয় আসামীর ঠিকানা পার্শবর্তী গ্রাম রামবারী।১১ মার্চ মঙ্গলবার দুপুরের দিকে নেএকোনা পুলিশ সুপারের কার্যালরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন , গত ৫ ই মার্চ দূর্গাপুর থানার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গরুর খামারে ডাকাতি করে গরু নিয়ে যায় এবং খামারে দ্বায়িত্বরত কর্মচারী বাধা দিলে তাকে খুন করে গরু নিয়ে আসামীরা পালিয়ে যায়।তিনি আরো বলেন,প্রাথমিক জিগ্যাসাবাদে গ্রেফতার কৃত আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন। তারা ৬-৭ জন এ ডাকাতির ঘঠনার সাথে জরিত।
পুলিশ সুপার মির্জা সাহেব মাহমুদ আরো বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, অভিযান চলমান রয়েছে বাকি আসামিদেরকেও দ্রুত গ্রেফতার করা হবে।গ্রেপ্তারকৃত আসামিগণ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
খামারে কেয়ারটেকার জয়নাল মিয়া (৬৫) কে খুনের ঘটনায় সকল আসামীদের আইনের আওতায় এনে আরো তথ্য উদ্ঘাটনের জন্য আদালতে রিমান্ডের আবেদন করার প্রত্যয় ব্যক্ত করেন।