জিয়াউল হক, দূর্গাপুর উপজেলা প্রতিনিধি,নেএকোনা।
নেত্রকোনার দুর্গাপুরে নির্মানাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (৩ জানুয়ারী) শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জহিরুল ইসলাম (২৫) নামে ওই ব্যক্তি মারা যান। গত ১৫/১৬ দিন আগে,উপজেলার ঝানজাইল বাজারের নতুন নির্মাণাধীন ভবনে কাজ করতো।
সহকর্মীর কাছ থেকে জানা যায়, জহিরুল অনেক দিন ধরে ঔ বিল্ডিংয়ে ইলেকট্রিশিয়ান ও সাপলায়ের কাজ করতো।ঘঠনার দিন সে ভবনের তৃতীয় তলায় ওয়াটার সাপ্লাইয়ের কাজ করতেছিল,সেখান থেকে নিছে পরে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে, অবস্থা জটিল হওয়াই থাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে অবস্থা আরো আসংখ্যাজনক হলে ঢাকায় হস্তান্তর করা হয়।সাত দিন ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়ার পর, আবার ময়মনসিংহ প্রেরণ করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আজ সকালে ময়মনসিংহ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মৃত জহিরুল মিয়া,উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মৌ গ্রামের বাসিন্দা। ৩ ভাইয়ের মধ্যে সে সবার ছোট।সে নব্য বিবাহিত,ঘঠনার ২০ দিন পূর্বে তার বিয়ে হয়।
খোজ নিয়ে দেখা গেছে,জহিরুলের বাড়িতে শোকের মাতম চলছে।তার বাবা মা, তার কথা মনে করে বার বার জ্ঞান হারাচ্ছেন।আজ বাদ আসর জানাজার নামাজ সম্পন্ন করে নিজ বাড়িতে দাফন করা হয়।