ছাদেক উদ্দিন জেলা প্রতিনিধি
বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার বলেছেন জাতীর জনক বঙ্গবন্ধুর জম্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতামনা আর বাংলাদেশ না হলে মফস্বল এলাকয় এমন সুন্দর সরকারী ডিগ্রী কলেজও হত না, তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জাতীর শিক্ষার কোন বিকল্প নেই। ভবিষ্যতে দেশ ও জাতীকে এগিয়ে নিতে হলে দেশের সকল শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে তবেই আমরা উন্নত বাংলাদেশ গড়তে পারবো।
শনিবার সকাল ১০টায় নওগাঁ জেলার দ্বীতিয় বৃহত্তম সাপাহার সরকারী ডিগ্রী কলেজের ৫০বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলি বলেন।
কলেজে ক্যাম্পাসে অধ্যক্ষ প্রফেসর মো: শহিদুর রহমানের সভাতিত্বে অনুষ্ঠিত উক্ত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান, শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ্, সাধারণ সম্পাদক মাসুদ সারোয়ার, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি প্রফেসর ইসমত এনামুল হক, আলফারুক চৌধুরী মলিন, পোরশা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক, জুলফিকার আলী সম্রাট প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। সকাল ৯টায় প্রধান অতিথি কলেজ ক্যাম্পাশে জতীয় পতাকা উত্তোলন, বৃক্ষ রোপন,বেলুন উড়ানো এবং কেক কেটে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর পর কলেজের নতুন পুরাতন শিক্ষার্থী শিক্ষকদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।