হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত পথসভায় শুরুতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী উপজেলা সদরে জড়ো হন। পরে একটি বিশাল মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর পশ্চিম বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র আহবায়ক আলতাফুর রহমান খসরু এবং পরিচালনা করেন আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কলিম উদ্দিন আহমদ মিলন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শামসুল হক নমু, এম এ বারীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন। তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড চালু করবেন—যাতে বৃদ্ধ বয়সে কাউকে কারও দয়ায় চলতে না হয়। এখন প্রয়োজন শুধু ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।”পথসভা শেষে বিএনপি নেতাকর্মীরা “৩১ দফা বাস্তবায়ন চাই”, “ধানের শীষের জয় হোক” স্লোগান দিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।