হাফিজ সেলিম আহমদ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ দোয়ারাবাজারে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিএনপি ঘোষিত ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করছিলেন। এসময় মিছিলের সামনে ও পেছনের অবস্থান নিয়ে মিলনপন্থী দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। সেখানে মিছিলে সামনে-পেছনে যাওয়া নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।