জিয়া চৌধুরী (খুলনা জেলা প্রতিনিধি):
দৌলতপুর বাজার বণিক সমিতির (রেজিঃ নং -২৫১০) এর স্থগিত হওয়া সাধারণ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। আগামি সোমবার( ১৭ই ফেব্রুয়ারি) স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে। উদ্বেগ উৎকন্ঠার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন। সুষ্ঠু ও সুশৃংখলভাবে নির্বাচন সম্পূর্ণ করার জন্য গত বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর বয়রা এলাকায় শেখ আবু নাসের স্টেডিয়ামে অবস্থিত যৌথ বাহিনীর নিকট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কারী ১১ টি পদের প্রায় সকল প্রার্থীদের পক্ষ হতে আইন শৃঙ্খলা সুন্দর করতে একটি লিখিত আবেদন জমা দেয়া হয়। এ সময় যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় আগামী ১৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল আটটা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সকল ধরনের নিরাপত্তা দেবেন বলে প্রার্থীদেরকে আশ্বস্ত করেন। এ সময় তারা বলেন এদেশের সাধারণ জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে যৌথ বাহিনী। এ সময় দৌলতপুর বাজার বণিক সমিতির নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীগন বলেন, গত ৩ ফেব্রুয়ারি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ছবি যুক্ত আইডি কার্ড নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে নির্বাচন কমিশন সহ সকলে নির্বাচন স্থগিত ঘোষণা করে পুনরায় ১৭ ফেব্রুয়ারি নির্ধারিত তারিখ ঘোষণা করেন। আমরা চাই কোন ঝামেলা ছাড়া পুলিশ ও যৌথবাহিনী সহ প্রশাসনের সকল পর্যায়ে নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ণ হবে বলে আমরা আশা প্রকাশ করি। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর বাজার বর্ণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী সভাপতি প্রার্থী শেখ আসলাম,সহ-সভাপতি অপু গাজী, আশিকুর রহমান শুভ ,হীরা বাবু, সার্জেন্ট মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী -আসাদ বন্দ,নান্নু মোড়ল, অসাধারণ সম্পাদক প্রার্থী শেখ আজিজুল হক কাম্বার,মোঃ আসাদ শেখ, সোলাইমান শেখ, পলাশ শেখ,সাংগঠনিক সম্পাদক প্রার্থী জাকির হোসেন, আরিফ মোড়ল, কোষাধক্ষ্য প্রার্থী আজিজুর রহমান মোল্লা, মোঃ আসসালাম ফকির, তুহিন শেখ, দপ্তর সম্পাদক প্রার্থী আকমল গাজী, দুলাল গোমস্তা, প্রচার সম্পাদক প্রার্থী প্রদীপ দাস ভোলা, মোহাম্মদ ডলার, ক্রীড়া সম্পাদক প্রার্থী মোঃ আকাশ হোসেন,মাহবুব মোড়ল, সদস্য প্রার্থী জয়নাল মোল্লা, মিরাজ শেখ,মোঃ সবুজ শেখ,জামাল সরদার, সুমন হালদার, বাবুসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ১৭ ফেব্রুয়ারী (সোমবার) পুনরায় অনুষ্ঠিত হচ্ছে স্থগিত হওয়া দৌলতপুর বাজার বণিক সমিতি (রেজি: নং-২৫১০)’র ত্রি-বার্ষিক সাধারন নির্বাচন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মুশারফ হোসেন।