তুষার কবিরাজ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া ফুলতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেনের পক্ষে ঈগল প্রতীকের গণসংযোগ, পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে
খর্ণিয়া বাজারসহ বিভিন্ন স্থানে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন।
ঈগল প্রতিকের মিছিল শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নারায়ণ চন্দ্র মল্লিকের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযুদ্ধো আলহাজ্ব শেখ আকরাম হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজি আলমগীর হোসেন,জেলা পরিষদ সদস্য হাসনা হেনা,আফরোজা খানম মিতা,রবিউল আলম রবি, বাবুল আক্তার,নারায়ণ চন্দ্র অধিকারী,মজনু মোড়ল,মোস্তাক সরদার, আলতাফ হোসেন কাগতী,মিলন মোড়ল,মোশাররফ হোসেন,আছাবুর রহমান,সাকি মোল্যা,শিল্পী আজিজুর রহমান নয়ন,ফিরোজ মহলদার।