ঢাকাWednesday , 3 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনে বিএনপির বিক্ষোভ

    দেশ চ্যানেল
    January 3, 2024 1:07 pm
    Link Copied!

    মোঃ আতিকুর রহমান আজাদ
    মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রচারপত্র বিলি করেছে জেলা বিএনপি। মিছিলটি আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মহিষেরচর এলাকা থেকে বের হয়ে শহরের চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে কয়েকশ নেতাকর্মী সেখানে জড়ো হয়ে ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
    বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা বলেন, আগামী ৭ জানয়ারি যে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। সরকারকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। এ সময় আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং নাটকীয় ডামি নির্বাচন বর্জনসহ খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়।
    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘সরকারকে এই ডামি নির্বাচন বর্জন করতে হবে। একই সঙ্গে আমরা জনগণকে জানাতে চাই, সরকারের এই পাতানো নির্বাচন, ডামি নির্বাচন ও মামু-ভাগনের নির্বাচনে কেউ যেন ৭ তারিখ ভোটকেন্দ্রে না যায় সেই আহ্বান জানাই।’

    মহিলা দলের নেত্রীরাও এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

    আনিসুর রহমান আরও বলেন, বাংলাদেশে চলমান এই সংকট দূরীভূত করার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তাই আমরা আবারো সরকারকে অনুরোধ করবো বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে সেই আন্দোলন সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে নতুন বছরে পদত্যাগ করে এই একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।
    এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক জামিনুর রহমান ও মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

    এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, ‘বিএনপির কর্মসূচি চলাকালীন কোন বাঁধা সৃষ্টি হয়নি। তারা শান্তিপূর্ণভাবে একটি মিছিল করেন ও লিফলেট বিতরণ করেন। এখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তাই পুলিশ সার্বক্ষণিত তাদের নজরদারিতে রাখে।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST