মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষ্যে মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের ৫ জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
আজ মঙ্গলবার সকালে এ তথ্য দলীয় সুত্রে জানা যায়, আরও মনোনয়ন প্রত্যাশী প্রার্থী বাড়তেও পারেন বলে জানান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই আ.লীগের দলীয় ফরম বিক্রি শুরু করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু এভিনিওয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাদারীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীরা।
এ পর্যন্ত পাওয়া তথ্যসুত্রে মাদারীপুর-৩ আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম,কেন্দ্রীয় আওয়ামী লীগের বার-বার নির্বাচিত সদস্য আনোয়ার হোসেন,
কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ছোট ভাই ডাঃ সৈয়দ আবুল হাসান।