মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
রবিবার (৩ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে পটুয়াখালীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ, স্থগিত ও বাতিল ঘোষণা করেন। সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থী বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় ৬ জন প্রার্থীর মধ্যে ২জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৩জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ও ১জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
বাউফল আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আসম ফিরোজ (এমপি) ও স্বতন্ত্র প্রার্থী হাসীব আলম তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মোঃ বশির গাজী বিষয়টি নিশ্চিত করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফল থেকে মনোনয়ন পত্র জমা দেয়া অপর ৪জন প্রার্থীর মধ্যে জাতীয় পাটির প্রার্থী মহাসিন হাওলাদার, তৃনমূল বিএনপির প্রার্থী মাহবুবল আলম ও বিএনএফের প্রার্থী ডা. জুবায়ের হোসেনের মনোনয়ন স্থগিত করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদ হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়েছে।