শার্শা (যশোর) প্রতিনিধি: ইব্রাহিম খলিল
যশোরের শার্শা উপজেলার মাটিপুকুরিয়া গ্রামের পশ্চিমপাড়ায় ঘটেছে হৃদয়বিদারক এক দুর্ঘটনা। আজ শুক্রবার (২৩ আগস্ট ২০২৫) দুপুর ১টার দিকে আঃ হান্নানের দুই বছর বয়সী একমাত্র ছেলে জুনায়েদ অসাবধানতাবশত ধান সিদ্ধ করার হাউজে পড়ে মারা যায়।
জানা গেছে, বাড়ির উঠানে ধান সিদ্ধ করার জন্য রাখা হাউজে বৃষ্টির পানি জমে ছিল। ছোট্ট জুনায়েদ খেলা করতে করতে হাউজের পাশে যায়। এ সময় তার হাতে থাকা খেলনা হাউজে পড়ে গেলে, সে সেটি তুলতে গিয়ে হাউজে পড়ে যায় এবং সেখানেই তার দুঃখজনক মৃত্যু ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, আঃ হান্নান ও তার স্ত্রী দীর্ঘ ১৪ বছর পর একমাত্র পুত্রসন্তান জুনায়েদকে পেয়ে ছিলেন অপার আনন্দে। সেই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্তব্ধ হয়ে গেছে আঃ হান্নানের ঘর, আর্তনাদে ভেঙে পড়েছে মা। পুরো গ্রামে বইছে শোকের ছায়া।
স্থানীয়দের ভাষ্যমতে, “এমন করুণ ঘটনা আমাদের চোখে দেখা হয়নি। একটি ফুটফুটে শিশুর এমন মৃত্যু গোটা এলাকা শোকাহত করেছে।”
জীবনের শুরুতেই এমন নির্মম পরিণতি এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে নিরাপত্তাহীন বস্তু ও অজান্তে ঘটে যাওয়া বিপদের ব্যাপারে।