বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি’র অভিযানে ৫টি ভারতীয় মহিষ ও একটি ভটভটিসহ ৪ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক আটটার সময় উপজেলার আলমপুর ইউনিয়নের বিহারীনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ বিজিবি’র পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ বস্তাবর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে বিজিবি’র একটি চৌকস দল বিহারীনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাচালানকৃত ৫টি ভারতীয় মহিষ ও মহিষ বহনের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ভটভটি গাড়িসহ ৪ জন চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটককৃতরা হলেন..
মো. রাশেদুল ইসলাম (২৬), পিতা- মো. খায়রুল ইসলাম। মোঃ জহুরুল ইসলাম (৪০) পিতা-মোঃ মেহের আলী (গ্রামঃ জোত মাহমুদপুর)। মো. হুমায়ুন কবির (৩৮), পিতা- মৃত গিয়াস উদ্দিন। মো. তরিকুল ইসলাম (৩৫), পিতা- মো. বেল্লাল হোসেন (গ্রাম- সাহাপুর)। আটককৃত সকলের বাড়ি ধামইরহাট উপজেলার বিভিন্ন এলাকায়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত গবাদিপশু ও মালামালসহ আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

