ধামরাই প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে রাতের অন্ধকারে কৃষকের ফসলসহ জমির মাটি লুটের অভিযোগ উঠেছে সেলিম খান নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বুধবার (০৪ ডিসেম্বর) রাতে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ০১ নং ওয়ার্ডে এঘটনা ঘটে। এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আজিজুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, আজিজুর রহমান ৩১ শতাংশ জমিতে সরিষা আবাদ করেছেন। বুধবার রাতে সেলিম খান নামে এক মাটি ব্যবসায়ী জোড়পূর্বক ফসলসহ জমির মাটি কাটা শুরু করেন। এসময় সেলিম খানকে বাধা দিতে গেলে সে লাঠিসোঁটা নিয়ে কৃষক আজিজুর রহমানকে মারতে আসে। আজিজুর রহমান রাতেই সেলিম খানকে বিবাদী করে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মাটি কাটা বন্ধ করে দেয়। কিন্তু ঘটনাস্থল থেকে ভেকু সরায়নি অভিযুক্ত সেলিম।
এব্যাপারে ভুক্তভোগী আজিজুর রহমান বলেন, আমার মালিকানাধীন ফসলী জমি থেকে সেলিম খান জোড়পূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে আমি বাধা দিলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্ত সেলিম বলেন, ওই জমির মালিক আমি। থানা থেকে ফোন দিয়েছিলো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। থানায় কাগজপত্র নিয়ে যেতে বলেছে আমি রবিবার পর্যন্ত সময় নিয়েছি।
এবিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানায়, মাটি কাটা বন্ধ রাখা হয়েছে। উভয়পক্ষকে জমির কাগজ নিয়ে থানায় আসতে বলা হয়েছে।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো: মামনুন আহমেদ অনীক বলেন, কৃষি জমির মাটি কাটা আইনত অবৈধ। এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, অভিযুক্তিকে মাটি কাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।