ঢাকাSaturday , 29 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে আলোর অভিযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

দেশ চ্যানেল
March 29, 2025 3:40 pm
Link Copied!

নিয়ামুল ইসলাম, ধুনট বগুড়াঃ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অলোর অভিযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র, অসহায়, দুস্থ ও বিধবা মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়ার ধুনটের বাকশাপাড়া গ্রামে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রায় শতাধিক পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের উপদেষ্টা মো: রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক পল্লি চিকিৎসক আলী আকবর এবং ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোখলেছুর রহমানের সঞ্চালনায় আয়োজনের উপস্থিত ছিলো আলোর অভিযাত্রী ফাউন্ডেশনের সহ-সভাপতি মো: আল- আামিন, শাহাদৎ হোসেন এবং সদস্য আব্দুল্লাহ আল নাহিদ,আশিক,নাদিম,নাছিম,শামীম,বাবু, হানজালা,আরো উপস্থিত ছিলেন আসলাম প্রামানিক, নাজমুল মন্ডল, দূলাল প্রামানিক,রন্জু মিঞা সহ প্রমুখ।

ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তারা চাল, তেল, চিনি, সেমাই, লাচ্চা বিতরণ করেছেন। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান তিনি।

একজন সুবিধাভোগী বলেন, “ঈদের আগে এই উপহার পেয়ে আমরা খুব খুশি। এতদিন চিন্তায় ছিলাম, কীভাবে ঈদ করবো। এখন আল্লাহর রহমতে আমাদের ঈদের আনন্দ পূর্ণ হলো।”

ফাউন্ডেশনের সদস্য আব্দুল্লাহ আল নাহিদ বলেন, “অলোর অভিযাত্রী ফাউন্ডেশন শুরু থেকেই সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে”।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এমন মানবিক কর্মকাণ্ড আরও প্রসারিত করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST