ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ১৬ কেজি গাঁজা সহ রফিকুল ইসলাম (৪০) ও ওয়াদুদ মিয়া (৪৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের রত্নীপাড়া গ্রামের চিকাশি-ধুনট পাকা সড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার কিসমত মালীবাড়ী (কাবলীবাজার) গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে ও ওয়াদুদ মিয়া বারুইপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানকালে সোমবার ভোর রাতে রত্নিপাড়া গ্রামের লোহা ব্রীজের উত্তর পাশে চিকাশি-ধুনট পাকা সড়কের উপরে একটি সিএনজি দেখে সন্দেহ হলে সিগনাল দেয়৷ পুলিশের সিগনাল পেয়ে ওই সিএনজিটি কৌশলে চলে যেতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সিএনজিতে থাকা দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা সৎ উত্তর দিতে না পারায় তাদের আটক করি। পরে সিএনজি ভিতরে তল্লাশি করে ১৬ কেজি গাঁজা জব্দ করি। এসময় গাঁজা বহনকারী সিএনজি জব্দ করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর দুপুরে বগুড়া বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।