ঢাকাFriday , 17 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নওগাঁয় এক টাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

    দেশ চ্যানেল
    January 17, 2025 4:43 pm
    Link Copied!

    মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ

    তীব্র শীতে নওগাঁর হতদরিদ্র এবং মধ্যবিত্ত শীতার্তদের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস প্যানেল’। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল পাঁচটায় নওগাঁ শহরের পার নওগাঁ মুখ বধির স্কুল প্রাঙ্গণে ৮০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিশেষ উদ্যোগ হিসেবে সংগঠনটি এক টাকার বিনিময়ে এই শীতবস্ত্র বিতরণ করেছে।

    অনুষ্ঠানে, সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান, মানস চৌধুরী, সভাপতি রিমন আলী, সাধারণ সম্পাদক আলী হাসান, সদস্য সাজিদ হাসান, মানব চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

    ফ্রেন্ডস প্যানেলের উপদেষ্টা আব্দুল মান্নান বলেন, “আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা শীতে কষ্ট পান, কিন্তু প্রকাশ্যে সাহায্য চাইতে পারেন না। আমরা চাই, তাদের জন্য সম্মানের সঙ্গে সহযোগিতা পৌঁছে দিতে। এক টাকার বিনিময়ে কম্বল বিতরণের উদ্যোগের মূল উদ্দেশ্য এখানেই।”

    আরেক উপদেষ্টা মানস চৌধুরী বলেন, “এই আয়োজন মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি ছোট্ট প্রয়াস। আমরা আশা করি, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যরাও এগিয়ে আসবে।”

    জানা যায়, ফ্রেন্ডস প্যানেল প্রতিষ্ঠার পর থেকে ১২৮ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি শুক্রবার তারা এক টাকার বিনিময়ে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে। এছাড়া রমজান মাসে অসহায় মুসলমানদের মাঝে ইফতারি সামগ্রী এবং বিভিন্ন পূজা-পার্বণে হিন্দু সম্প্রদায়ের মাঝে পূজার সামগ্রী বিতরণ করে । এছাড়াও নানা সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকে ।

    সভাপতি রিমন আহমেদ বলেন, “আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এই শীতবস্ত্র বিতরণ আমাদের ধারাবাহিক কার্যক্রমেরই একটি অংশ। আমাদের লক্ষ্য, সামর্থ্যবানরা যেন আরও বেশি করে এই ধরনের কাজে এগিয়ে আসেন।”

    সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, “আমাদের উদ্যোগ শুধুমাত্র সাময়িক সহযোগিতা নয়, বরং এটি সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। আমরা চাই, প্রতিটি মানুষ অন্যের জন্য কিছু করতে উৎসাহী হয়ে উঠুক।”

    কম্বল পেয়ে উপস্থিত শীতার্ত ব্যক্তিরা বলেন, “এই শীতে বাহিরে বের হওয়া কঠিন হয়ে গেছে। শীতবস্ত্রের অভাবে অনেক কষ্ট হচ্ছিল। এখানে কম্বল পেয়ে শীত কাটানোর কিছুটা স্বস্তি পেলাম। এই সংগঠনটি যেভাবে আমাদের মতো দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

    ফ্রেন্ডস প্যানেলের এই উদ্যোগ নওগাঁর শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা এবং আশার আলো জ্বালিয়েছে। তাদের ধারাবাহিক মানবিক কার্যক্রম নওগাঁর অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের জন্যও অনুপ্রেরণার উৎস হতে পারে। সমাজের প্রত্যেক সামর্থ্যবান মানুষই যদি এমন উদ্যোগে অংশ নেন, তাহলে কোনো শীতার্ত মানুষকে আর কষ্ট করতে হবে না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST