মোঃ আব্দুল আজিজ নওগাঁ প্রতিনিধি
অদ্য ৫/১০/২৫ ইং তারিখ রাত ২:১৫ মি: আনুমানিক নওগাঁ সদর মডেল থানাধীন বিজিবি ব্রীজের উপর একটা মোটর বাইক তিনজন আরোহী নিয়ে দ্রুত পালানোর সময় নওগাঁ সদর থানা পুলিশের একটি চৌকস দল আটক করে।তিন জনের মধ্যে দুই জন পালিয় যায় এবং একজন কে বাইক সহ আটক করতে সক্ষম হন।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর নির্দেশনায় নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃনূরে আলম সিদ্দিকীর পরামর্শে সদর থানার একটি চৌকস দল এই আন্ত জেলা ডাকাত দলের সরদার কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম বলেন দীর্ঘ দিন যাবত নওগাঁ জেলা পুলিশ বিভিন্ন স্হানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে এবং আমরা এর অনেক ভালো ফল ও পেয়েছি। নওগাঁ বিজিবি ব্রীজ দিয়ে দ্রুত গতিতে একটি লাল রংএর এ্যাপাচি বাইক নিয়ে পালানোর সময় গতি রোধ করলে দুইজন দ্রুত দৌড়ে পলাইয়া যায়, বাঁকিএকজন কে মটর সাইকেল সহ ধরা হয়। তার নামঃ হাবিবুর রহমান হাবিব এর কাছে তথ্য পাওয়া যায় তারা আন্ত জেলা ডাকাত দলের সদস্য। ঢাকা, মানিকগজ্ঞ,টাঙ্গাইল, গাজীপুর সহ বিভিন্ন জেলায় ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন বেআইনি কাজের সাথে জরিত। ডাকাত হাবিবুর রহমান জানান তিনি ১০০ শত টার উপরে বাইক চুরি করেছে। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা, উত্তর আটরাই গ্রামে।তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্হা গ্রগনের প্রক্রিয়াধীন।