ঢাকাTuesday , 6 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় জেলা ডিবি পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩ ।

দেশ চ্যানেল
January 6, 2026 12:36 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ।

নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোররাতে নওগাঁ সদর থানাধীন নতুন শাহাপুর ঢাকা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে যে, তিন ব্যক্তি মাদক নিয়ে পঞ্চনগর এক্সপ্রেস ট্রেনযোগে সান্তাহার স্টেশনে নেমে নওগাঁ শহরের দিকে আসছে।

সংবাদ পাওয়ার পর ভোর ০৫:৩০ ঘটিকায় ডিবি পুলিশের একটি চৌকস দল সদর থানাধীন নতুন শাহাপুর ঢাকা মোড় এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন তিন ব্যক্তি সেখানে পৌঁছালে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে দুই আসামির কাছে থাকা স্কুল ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: শরিফ মিয়া (২৫), পিতা- শহিদ মিয়া, সাং- পতইর, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। (তার ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার)।

একরামুল হোসেন রাসেল (৩০), পিতা- হারুনর রশীদ, সাং- হরিপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। (তার ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার)।

শরিফ উদ্দিন (৩০), পিতা- শফিকুর রহমান, থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। (সহযোগী হিসেবে গ্রেপ্তার)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নওগাঁ জেলা পুলিশ জানায়, জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের অভিযান আগামী দিনে আরও জোরদার করা হবে। অপরাধীদের দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST