বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জেলার ধামইরহাট এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুমন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় জেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার (১১ জানুয়ারী ২০২৬) তারিখ রাত আনুমানিক ০৮:৩০ মিনিটের সময়ে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলা পরিষদের গেট সংলগ্ন রাস্তার পাশে অভিযান চালায়।
সেখানে একজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি করে। তল্লাশিকালে তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম সুমন (৩৬)। তিনি ধামইরহাট থানার দক্ষিণ শ্যামপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে মাদকের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে। জেলাকে মাদকমুক্ত করতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন পুলিশ প্রশাসন। কোনো স্থানে মাদক কেনাবেচার তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

