ঢাকাSaturday , 8 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর বার্ষিক সভা ও বনভোজন অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
February 8, 2025 3:27 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ নওগাঁ।

নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বার্ষিক আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) নওগাঁ শহরের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ডানা পার্কে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। জেলার ১১টি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও লাখো কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নাদিম হোসাইন।

আলোচনা সভার শুরুতে সংগঠনের সভাপতি খোরশেদ আলম স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু তথ্য সংগ্রহ আর প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। সত্য প্রকাশের পথে নানা চ্যালেঞ্জ থাকলেও সাংবাদিকদের দায়িত্ব হলো নৈতিকতার সঙ্গে তথ্য উপস্থাপন করা।”

তিনি আরও বলেন, “মফস্বল সাংবাদিকরা মূলধারার গণমাধ্যমের প্রাণশক্তি। তবে তারা নানা প্রতিকূলতার মুখোমুখি হন। যথাযথ প্রশিক্ষণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নওগাঁ জেলা শাখার উপদেষ্টা ও মান্দা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ইকরামুল বারী টিপু। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক তথ্য উপস্থাপনই গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। তবে দুঃখজনকভাবে, মফস্বল সাংবাদিকরা তাদের যথাযথ স্বীকৃতি পান না। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত উন্নয়নের জন্য সংগঠনগুলোর কার্যকর ভূমিকা রাখা জরুরি। নৈতিক সাংবাদিকতা অব্যাহত থাকলে সমাজের প্রকৃত চিত্র উঠে আসবে এবং দেশ উপকৃত হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু এবং নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। এছাড়াও সংগঠনের সহ-সভাপতি গোলাম রসুল বাবু, বরুণ মজুমদার,সহসভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সম্রাট, সাংগঠনিক সম্পাদক শ্রী মনরঞ্জন চন্দ্র, অর্থ সম্পাদক হাফিজার রহমান, সহ অর্থ সম্পাদক রইচ উদ্দিন, দপ্তর সম্পাদক মির্জা তুষার, তথ্য ও গবেষণা সম্পাদক এম এ মালেক, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান খোকন, প্রচার সম্পাদক ওয়াসিম রাজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলুল করিম সবুজ, নির্বাহী সদস্য এ কে নোমান, সোয়েব খন্দকার সাজু, সাংবাদিক আবু মুছা স্বপন সহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মো. মাসুদ হায়দার টিপু বলেন, “বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক ও সামাজিক চাপ উপেক্ষা করে সাহসী সাংবাদিকতার চর্চা করতে হবে, যাতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়।”

শফিউল আজম টুটুল বলেন, “সাংবাদিকদের কাজ শুধু খবর প্রচার নয়, বরং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়াও তাদের দায়িত্ব। তবে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, গণমাধ্যম মালিক এবং সাংবাদিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।”

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের জন্য যথাযথ প্রশিক্ষণ, ন্যায্য পারিশ্রমিক, তথ্য প্রাপ্তির স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ গুলো চিহ্নিত করে তার সমাধানের পথ খোঁজার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভবিষ্যতে সংগঠনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে, যেখানে সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং তথ্য সংগ্রহের কৌশল নিয়ে বিশেষ প্রশিক্ষণ পাবেন। এছাড়া, সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা ও আইনগত সহায়তা প্রদানেও উদ্যোগ নেওয়া হবে।

আলোচনা সভা শেষে বনভোজন পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা একসঙ্গে মধ্যাহ্নভোজ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করেন। সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজন করা হবে, যাতে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মশালা অন্তর্ভুক্ত করা যায়।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের এই উদ্যোগ মফস্বল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও পেশাদারিত্ব আরও সুসংহত করবে এবং তাদের কাজকে আরও গতিশীল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST