পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা ভূমি অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের অন্যতম হোতা মো: আরিফুল ইসলাম এর ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ( ১১ ) জুলাই দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: পপি খাতুন অভিযান চালিয়ে উপজেলার আকবরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মো: আফজাল হোসেন এর ছেলে মো: আরিফুল ইসলাম কে একাধিক ব্যক্তির খারিজের কাগজপত্রসহ আটক করেন এবং ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এবিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা: পপি খাতুন বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই দালাল মুক্ত করার জন্য আমি বিগতদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ গোপন তথ্যেও ভিত্তিতে আরিফুল ইসলাম নামক এক যুবক কে উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিঞ্জাসাবাদে আরিফুল ইসলাম অপরাধ স্বিকার করলে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, শুধু ভূমি অফিস নয় পুরো পত্নীতলা উপজেলা কে দালাল মুক্ত করতে সকল সচেতন নাগরিকের সহযোগী কামনা করেন।