মোঃ আব্দুল আজিজ,নওগাঁ:
নওগাঁ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে শীর্ষক প্রকল্পের আওতায় বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মোঃমাসুদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক ইউনিসেফ বাংলাদেশ-এর সহযোগিতায় জেলা তথ্য অফিস ও মোহাম্মদ আব্দুল আউয়াল ।নওগাঁ জেলা প্রশাসন এই ওরিয়েন্টেশন সভা’র আয়োজন করে।
বাল্যবিবাহ প্রতিরোধে সময়োপযোগী কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার আলোকে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ নওগাঁ’র উপপরিচালক আনোয়ারুল আজিম, বিয়াম ল্যাবরেটরী স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুর রহমান, জেলা কাজী সমিতি’র সভাপতি মওলানা শামসুদ্দিন এবং যমুনা টিভি’র জেলা প্রতিনিধি শফিক ছোটন।
জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, বিবাহ রেজিষ্ট্রেশনের সাথে সম্পৃক্ত কাজী সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।