ঢাকাTuesday , 9 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ধামুইরহাটে এক বয়স্ক মহিলার জমি জবর দখল করেছে ভূমি দস্যু।

দেশ চ্যানেল
September 9, 2025 2:41 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ

নওগাঁর ধামুইরহাট উপজেলা রঘুনাথ পুর গ্রামে এক বয়োবৃদ্ধ মহিলার জমি জোর পূর্বক দখল করে ভোগ দখল করছে এক ভুমি দস্যু। মোছাঃআয়েসা খাতুন(৭০)স্বামী, মোঃইয়াসিন আলী,সাং,রঘুনাথ পুর,উপজেলা, ধামুইরহাট, নওগাঁ।তার মৃত মাতা জীবন দশায় ১৯৭৭ ইং সালে, এক-একর ধানী ও ভিটেমাটি দান পত্র করে যান।আয়েশা খাতুন ১৯৭৭ সাল থেকে ভোগ দখল করে যাচ্ছে। হঠাৎ করে গত ৫ বৎসর পূর্বে তার ভাই মোঃময়েন উদ্দীন (৫৫) পিতাঃমৃত গয়েস উদ্দীন,সাং,রঘুনাথ পুর,ধামুইরহাট, নওগাঁ।সেই জমি লাঠিয়াল বাহীনি সহ দখল করে ভোগ দখল করছে। এ বিষয়ে আয়েশা খাতুন উপায়ন্তর না পেয়ে, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ কে নিয়ে শালিসি বৈঠকের ব্যাবস্হা করেন।শালিসি বৈঠকে লিখিত সিদ্ধান্ত হয়,সে আর জমিতে যাবেনা এবং দখল দ্বারিত্ব ছেড়ে দিবে বলে, আপোষ নামায় স্বাক্ষর করেন কিন্তু পরবর্তী সময়ে সে দখল ছাড়ে না।বাদি আয়েশা খাতুন ধামুইরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন,ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত অন্তে, বিবাদী মোঃময়েন উদ্দীন কে সেই জমিতে যাওয়ার জন্য লিখিত ভাবে নিষেধ করেন কিন্তু কার কথা কে শোনে।বিবাদী ময়েেন উদ্দীন থানা পুলিশের কোন কথা কর্ণপাত তো করে নাই, আরও বেপরোয়া হয়ে এলাকার কিছু দূধর্ষ প্রকৃতির লোকজন কে কিছু জমি ছেড়ে দিয় কারন তার পক্ষে থেকে সহযোগিতা করবে।বাদিনী আয়েশা বেগম ও তার স্বামী মোঃইয়াসিন আলী কে হত্যার জন্য হুমকি দিচ্ছে। বাদিনী এবং তার পরিবারের লোকজন এখন জীবন ভয়ে খোলামেলা ঘুরতে পারছে না। এই জমির বিষয়ে কোটে কেচ করে এবং তা বর্তমান চলমান আছে। ইতি মধ্যে এই জমির উপরে আয়েশা খাতুনের পক্ষে এবং ময়েনের বিপক্ষে নিষেধাজ্ঞা জারি করেছে।

জেলা,নওগাঁ, থানা,ধামুইরহাট, মৌজা,মঙ্গলিয়া,জেএল নং-১৩২।খতিয়ান নং,হালঃ২৯৯ দাগ নং,২৫৯, ধরণ,ডাঙ্গা,পরিমান,১,৬০।

আয়েশা খাতুন এখন জমির জন্য, জীনব বাঁচার জন্য প্রশাসন সহ সমাজের সচেতন নাগরিকদের কাছে প্রানে বেঁচে থাকতে আকুল আবেদন করছে।

নওগাঁ ধামুইরহাট উপজেলা রঘুনাথ পুর গ্রামে এক বয়োবৃদ্ধ মহিলার জমি জোর পূর্বক দখল করে ভোগ দখল করছে এক ভুমি দস্যু। মোছাঃআয়েসা খাতুন(৭০)স্বামী, মোঃইয়াসিন আলী,সাং,রঘুনাথ পুর,উপজেলা, ধামুইরহাট, নওগাঁ।তার মৃত্যু মাতা জীবন দশায় ১৯৭৭ ইং সালে, এক-একর ধানী ও ভিটেমাটি দান পত্র করে যান।আয়েশা খাতুন ১৯৭৭ সাল থেকে ভোগ দখল করে যাচ্ছে। হঠাৎ করে গত ৫ বৎসর পূর্বে তার ভাই মোঃময়েন উদ্দীন (৫৫) পিতাঃমৃত গয়েস উদ্দীন,সাং,রঘুনাথ পুর,ধামুইরহাট, নওগাঁ।সেই জমি লাঠিয়াল বাহীনি সহ দখল করে ভোগ দখল করছে। এ বিষয়ে আয়েশা খাতুন উপায়ন্তর না পেয়ে, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ কে নিয়ে শালিসি বৈঠকের ব্যাবস্হা করেন।শালিসি বৈঠকে লিখিত সিদ্ধান্ত হয়,সে আর জমিতে যাবেনা এবং দখল দ্বারিত্ব ছেড়ে দিবে বলে, আপোষ নামায় স্বাক্ষর করেন কিন্তু পরবর্তী সময়ে সে দখল ছাড়ে না।বাদি আয়েশা খাতুন ধামুইরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন,ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত অন্তে, বিবাদী মোঃময়েন উদ্দীন কে সেই জমিতে যাওয়ার জন্য লিখিত ভাবে নিষেধ করেন কিন্তু কার কথা কে শোনে।বিবাদী ময়েেন উদ্দীন থানা পুলিশের কোন কথা কর্ণপাত তো করে নাই, আরও বেপরোয়া হয়ে এলাকার কিছু দূধর্ষ প্রকৃতির লোকজন কে কিছু জমি ছেড়ে দিয় কারন তার পক্ষে থেকে সহযোগিতা করবে।বাদিনী আয়েশা বেগম ও তার স্বামী মোঃইয়াসিন আলী কে হত্যার জন্য হুমকি দিচ্ছে। বাদিনী এবং তার পরিবারের লোকজন এখন জীবন ভয়ে খোলামেলা ঘুরতে পারছে না। এই জমির বিষয়ে কোটে কেচ করে এবং তা বর্তমান চলমান আছে। ইতি মধ্যে এই জমির উপরে আয়েশা খাতুনের পক্ষে এবং ময়েনের বিপক্ষে নিষেধাজ্ঞা জারি করেছে।

জেলা,নওগাঁ, থানা,ধামুইরহাট, মৌজা,মঙ্গলিয়া,জেএল নং-১৩২।খতিয়ান নং,হালঃ২৯৯ দাগ নং,২৫৯, ধরণ,ডাঙ্গা,পরিমান,১,৬০।

আয়েশা খাতুন এখন জমির জন্য, জীনব বাঁচার জন্য প্রশাসন সহ সমাজের সচেতন নাগরিকদের কাছে প্রানে বেঁচে থাকতে আকুল আবেদন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST