মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে গমের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাহাবুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়ে সাহাবুলের স্ত্রী পারুল আক্তার (৪৮) ও ছেলে রাজশাহী মেডিকেলে ভর্তি রয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহাবুল ইসলাম ওই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার সালামের দুটি ছাগল সাহাবুলের চাষকৃত গমের চারা নষ্ট করে ফেলে। সাহাবুল ছাগল দুটিকে খোঁয়াড়ে দিলে সালামসহ কয়েকজন সাহাবুলের বাড়িতে এসে তাকে ভয়-ভীতি প্রদর্শন করেন । এই নিয়ে সাহাবুল থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে, শনিবার (২০ ডিসেম্বর) নিয়ামতপুর থানা থেকে তদন্তকারী কর্মকর্তা সেখানে গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন এবং বিষয়টি থানায় বসে মীমাংসা করার কথা জানান।
এরপর গতকাল সন্ধ্যায় পুলিশ চলে যাওয়ার প্রায় ১ ঘন্টা পর মুল আসামি সালামসহ বেশ কয়েকজন হাঁসুয়া, চাকু, লোহার রড ও লাঠি নিয়ে সাহাবুলের উপর হামলা শুরু করে। সাহাবুলকে বাঁচানোর জন্য তার স্ত্রী ও সন্তান এগিয়ে আসলে তাঁদেরকেও একই কায়দায় গুরুত্বর আহত করে হামলাকারীরা। ঘটনাস্থলেই সাহাবুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাঁর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
ঘটনার মূল আসামি সালাম ও তাঁর ছেলে রিপনকে রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নিয়ামতপুর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

