মোঃ আব্দুল আজিজ নওগাঁ বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা সেবা অফিস এবং উপজেলা মহিলা বিষয়ক অফিস ।
শনিবার ২৬ জুলাই সকাল ৯:৩০মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন এর সভাপতিত্বে ও উপজেলা আইসিটি ও তথ্য অফিসার রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয় ।অনুষ্ঠানে জুলাই কে কেন্দ্র করে রাষ্ট্রীয় পর্যায়ে কেন্দ্রে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় । এতে করে সকল উপস্থিতিত সদস্যগণ সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি উপভোগ করেন এবং জুলায়ে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। জুলাই শহীদদের উদ্দেশে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
জুলাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী,নিয়ামতপুর থানা ওসি মোসলেম উদ্দিন বসুনিয়া (তদন্ত),এনসিপির কেন্দ্রীয় নেতা নিশাত , রায়হান কবীর,আহমেদসহ, প্রমুখ ।