মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই শ্লোগান নিয়ে নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিয়ামতপুর হাই স্কুল মাঠে টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নের পর্যায়ক্রমে খেলা হয়।আটটি ইউনিয়নের মধ্যে দুইটি ইউনিয়ন ফাইনালের জন্য নির্বাচিত হয়। একটি শ্রীমন্তপুর ইউনিয়ন ও অপটি হচ্ছে ভাবিচা ইউনিয়ন। আজ ২৫ ফেব্রুয়ারি বিকেলে নিয়ামতপুর হাই স্কুল মাঠে ফাইনাল খেলায় ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে ৩ নং ভাবিচা ইউনিয়ন বিজয়ী হন।
আজকের এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নিয়ামতপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মেহেদী হাসান, বিশেষ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, ক্রিয়া সমন্বয়ক আব্দুল মতিন প্রমুখ।