মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ১৪৩২ উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০৮ এপ্রিল) সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম (ভারপ্রাপ্ত)। সভায় বক্তব্য রাখেন নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান,উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পল্লী বিদ্যুতের ডিজিএম মেসবাহুল, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা তথ্য কর্মকর্তা রাসেল রানা, ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রাণী, উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর শাখার সভাপতি আব্দুল আজিজ শেখ,সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ ।
এছাড়া ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচী পালনে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয়।