মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বরেন্দ্র বাজার সংলগ্ন বরেন্দ্র আলিম মাদ্রাসাটি ১৯৯১ইং সালে এলাকায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের উদ্দেশ্য প্রতিষ্ঠিত করা হয় ।প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত সুনামের সহীত পরিচালিত হয়ে আসছে।কিন্তু অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আতিকুল ইসলাম অর্থ আত্মসাৎ দীর্ঘদিন ধরে আয়-ব্যয়ের হিসাব না দেওয়া,কমিটি গঠনে অনিয়ম,নিয়োগ বানিজ্য,স্বেচ্ছাচারিতাসহ দূর্নীতি ও অনিয়মের ফলে মাদ্রাসাটির অবস্থা বর্তমানে বেহালদশা ।
এই নিয়ে ১৬ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার বেলা ১২:৩০ মিনিটের দিকে মাদ্রাসা সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছেন উক্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে আব্দুল মান্নান,মাসুম বিল্লাহ, খাদেমুল ইসলাম, আব্দুল মাজেদ, পারভেজ আহমেদ, সারোয়ার হোসেন, এমরান হোসাইন, আসাদুল ইসলাম, এমদাদুল হক,মোঃআব্দুল মতিন, আবু সায়েম,মুনজিলা খাতুন, মাহাফুজা খাতুন, মাইনুল ইসলাম, চামেলি বানু, জিল্লুর রহমান, আশিকুর রহমান, আবুল কাশেম, শাহিদা বানু, মুহিদুল ইসলামসহ মাদ্রাসা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।
সংবাদ সংম্মেলন এ জি.এম.ফজলে রাব্বি সহকারী শিক্ষক বলেন,অধ্যক্ষ দীর্ঘ দিন যাবৎ আয় ব্যয়ের হিসাব না দিয়ে বরং বিভিন্ন উৎস থেকে আয়ের টাকা সরকারি বিধি মোতাবেক অত্র প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নাম্বারে জমা না রেখে নিজেই আত্মসাৎ করেছেন। তাছাড়াও মাদ্রাসার সাথে জড়িত একটা বাজার আছে যেখানে প্রতি সাপ্তাহিক হাট থেকে আনুমানিক ১লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা উঠে এবং মাদ্রাসায় প্রায় ৩৮ বিঘা সম্পত্তি ,জলাশয় এবং আম বাগান আছে। যা থেকে বছরে কয়েক লক্ষ টাকা আয় হওয়ার কথা থাকলেও মাদ্রাসার কোন উন্নয়ন চোখে পরে নি এবং কোন হিসাব চাইলে নানা অজুহাত তালবাহানা তৎকালীন আওয়ামী ফ্যাসিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদান করেন । তাছাড়াও অধ্যক্ষের এর সাথে জড়িত সহকারি ভাইস পিন্সিপাল ইসিহাক আলী,ইসমাইল হোসেন (বিএসসি),প্রাইমারি শিক্ষক বজরুল রশিদ,ইসলামের ইতিহাসের শিক্ষক আবু সায়েম,অফিস সহকারী আলীম এবং স্থানীয়দের মর্ধ্যে সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু,সাবেক ইউপি সদস্য মোদাছের,পানিশাইল গ্রামের আওয়ামীলীগ এর ওয়ার্ড সভাপ্রতি বুলবুল,হাট পরিচালনা দায়িত্বে থাকা মুর্তুজা উল্লেখযোগ্য ।
এছাড়া প্রভাষক আ: আব্দুল মান্নান বলেন , দীর্ঘদিন ধরে আয়-ব্যয়ের হিসাব না দেওয়া,কমিটি গঠনে অনিয়ম,নিয়োগ বানিজ্য,স্বেচ্ছাচারিতাসহ দূর্নীতি ও অনিয়মের ফলে মাদ্রাসাটির অবস্থা বর্তমানে খুবই বেহাল দশা । নিয়মিত কমিটির মেয়াদ থাকতে নতুন করে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে এলাকার অভিভাবকবৃন্দ ভোটার তালিকা প্রনয়ণ করার জন্য বার বার তাগিদ দিলেও তিনি কৌশল অবলম্বন করেছেন।এমতাবস্থায় এলাকাবাসীর চাওয়া ও পাওয়া এ-ই ধর্মীয় প্রতিষ্ঠানটিতে,নিয়োগ বানিজ্য,স্বেচ্ছাচারিতাসহ যে দূর্নীতির অভিযোগ উঠেছে তার সত্যতা প্রমাণের জন্য প্রশাসনের শুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।