মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা:মোঃ ছালেক চৌধুরীর পক্ষে নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ ।
সোমবার (১৪ জুলাই) সকাল ১১:৩০ টায় নিয়ামতপুর বাজারে নেতাকর্মী নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ ছালেক চৌধুরীর পক্ষে এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শত শত নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।
নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা মোঃ ছালেক চৌধুরীর পক্ষে বিআরডিপির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু ও নিয়ামত পুর উপজেলা যুবদলের সভাপতি মনজুরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সু্যোগ্য পুত্র আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ৩১দফা দাবির লিফলেট বিতরণ কর্মসূচি এখন পর্যন্ত অব্যাহত রেখেছি। এই লিফলেট বিতরণ আমাদের মূল উদ্দেশ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ যেন শান্তি পূর্ণভাবে ভোট দিতে পারে এই বার্তা জনগণের কাছে পৌঁছানো।
তিনারা আরও বলেন, জনগণের উপর অন্যায় ভাবে যারা অত্যাচার করেছে তারা অতিতেও টিকতে পারেনি বর্তমানেও টিকতে পারবে না ভবিষ্যতেও তারা টিকতে পারবে না। বিএনপি জনগণের পাশে আছে, বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করে, বিএনপি জনগণের জন্যই রাজনীতি করে বলে জানান আব্দুর রহমান (বাবু) । বিএনপির রাজনীতি জনগণের জন্যই রাজনীতি ,আর এজন্যই বিএনপি টিকে আছে বিএনপি টিকে থাকবে। বিএনপি জনগণকে নিয়ে কাজ করতে চায়, জনগণকে নিয়ে এগিয়ে যেতে চায়,সামনের নির্বাচনে জনগণ যেনো সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।
উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির নিয়ামত পুর উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন যিনি
শামীম রেজা (বাদশা চৌধুরী ), ইমরান, খলিলুর রহমান ,মেহেদী হাসান রানা, মেহেদী, মাসুদ চৌধুরী, পলাশ চৌধুরী, মাসুদ রানা, রেজাউল করিম ,বদিউর ,বাদশা সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।