মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার নিয়ামতপুর সরকারি মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি টি নিয়ামতপুরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় নিয়ামতপুর হাই স্কুল মাঠে এসে শেষ হয় । র্যালি শেষে নিয়ামতপুর হাই স্কুল মাঠে মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী( বাদশা)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ইন্জিনিয়ার শাহ মোঃ খালেদ চৌধুরী পাহীন।
উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিন চৌধুরী লাকী, আমিনুল ইসলাম, ইমরান হোসেন, এ কে এম খলিলুর রহমান, শফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সুজা সেকেন্দার আলী, যুব ও ক্রিয়া বিসয়ক সম্পাদক মনজুর রহমান, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, মেহেদী হাসান (রানা) ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজী, ছাত্র দলের কলেজ শাখার সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতোসহ বিএনপির অংগসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।