মোঃ আব্দুল আজিজ, নিয়ামতপুর, প্রতিনিধি
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ও এনজিও প্রতিনিধি এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ।
প্রস্তুতি সভায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ।