মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর স্মৃতিস্তম্ভে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম (ভারপ্রাপ্ত) নিয়ামত থানা ইনচার্জ হাবিবুর রহমান।এর পর পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধাগণ ,এরপর নিয়ামতপুর থানা, এর পর প্রাণীসম্পদ অফিস,এরপর ফায়ার সার্ভিস অফিস, পর্যায়ক্রমে কৃষি অফিস, সমাজসেবা অফিস, যুব অফিস ,তার পর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর শাখার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকাল সাড়ে ৯:৩০ ঘটিকায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । আইসিটি অফিসার রাসেল রানার সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম (ভারপ্রাপ্ত)। এসময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন।
এর পর মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রেজাউল করিম (ভারপ্রাপ্ত) ও থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান।
কুচকাওয়াজ অনুষ্ঠানের পর জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা প্রশাসন ।