মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের নববর্ষ উদযাপন। যথাযোগ্য মর্যাদায় নওগাঁর নিয়ামতপুরে পালিত হয়েছে ১৪৩২ বাংলা নববর্ষ দিনটি। বসন্ত শেষে এসেছে বৈশাখ।
দিনের প্রচন্ড খরতাপ উপেক্ষা করে মানুষ ছুটেছে অনুষ্ঠান স্থলের দিকে । বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বাঙালিরা। সব জীর্ণতা ছেড়ে তরুণ-তরুণী, শিশু-যুবক-বৃদ্ধ যেন বাঁধন ছেড়ে ছুটেছে নতুনের দিকে।
১৪ এপ্রিল পহেলা বৈশাখ সোমবার সূর্যোদয় নিয়ে এসেছে ১৪৩২ বঙ্গাব্দের নতুন বারতা। জীর্ণ পুরাতন সব কিছু মুছে দিয়ে নতুনের বারতা এনেছে আরেক বৈশাখ। শুরু হল আরেকটি নতুন বছরের পথচলা।
সকাল ৯:৩০মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে এক বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে উপজেলা স্থায়ী মঞ্চের সামনে এসে শেষ হয় । এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেজাউল করিম নতুন প্রজন্মের প্রতি শিকড়ের সন্ধানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের নানা দিক তুলে ধরার আহ্বান জানান আনন্দ শোভাযাত্রায় অসংখ্যক ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিকা সরকারী কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ যোগ দেন।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)রেজাউল করিম, অফিসার ইন চার্জ হাবিবুর রহমান,উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,উপজেলা সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিম, ফায়ার সার্ভিস অফিসার শাহাদত হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা,নিয়ামত পুর থানার সাব ইন্সপেক্টর রেজাউল করিম ,আমিনুল ইসলাম,চাঁদ আলী, মাহবুব,উপজেলা নির্বাহী অফিসার এর প্রশাসনিক কর্মকর্তা হাসান, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর শাখার সভাপতি আব্দুল আজিজ শেখ,উপজেলা মডেল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরনবীসহ প্রমুখ ।