ঢাকাWednesday , 6 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নওগাঁর নিয়ামতপুর উপজেলার গোকুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা গ্রহণ ।

    দেশ চ্যানেল
    November 6, 2024 9:01 am
    Link Copied!

    মোঃ আব্দুল আজিজ, নওগাঁ:

    জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকা গ্রহণ করেছে  গোকুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    সারাদেশে মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান কর্মসূচি চলমান রয়েছে। আজ ৬নভেম্বর এ টিকা পেল গোকুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউনিসেফের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ।

    বিদ্যালয়ের  ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রীরা টিকা গ্রহণ করে। দেশব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় পঞ্চম থেকে নবম শ্রেণির ১০ থেকে ১৪ বছর বয়সী সকল শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। টিকার ডোজ শুন্য দশমকি পাঁচ এমএল। এ টিকার ডোজ একটি। এ টিকা দিতে হয় বাহুর উপরের বহিরাংশের মাংশপেশীতে। টিকা দেয়ার পর যদি কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্যকর্মীকে বিষয়টি অবহিত করতে হবে। প্রয়োজনে টিকা গ্রহীতাকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে।

    টিকা প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল আজিজ শেখ ,সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক প্রশান্ত কুমার পাল,সহকারী শিক্ষক জামিউল ইসলাম, সহকারী শিক্ষক মোর্শেদা খাতুন, সহকারী শিক্ষক আয়েশা খাতুন প্রমুখ ।

    উল্লেখ্য, নারীদের জরায়ু মুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) বিরুদ্ধে এক ডোজ টিকাই যথেষ্ট। ২৪ অক্টোবর থেকে ঢাকা ব্যতীত দেশের ৭টি বিভাগে শুরু হয়েছে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। ১০ থেকে ১৪ বছর বয়সী মোট ৬২ লাখ ১২ হাজার ৫৫৯ কিশোরীকে বিনা মূল্যে এ টিকার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST