মোঃ আব্দুল আজিজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৪|০৫|২৫ ইংরেজী তারিখ, বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদের হল রুমে বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ নং রসুলপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান বাজেট ঘোষণা করেন ।
বাজেট সভায় ইউপি সদস্য ও (প্যানেল চেয়ারম্যান) আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে রসুলপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম। উক্ত বাজেট সভায় রসুলপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে বিভিন্ন গ্রাম থেকে তাদের বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন, সেগুলো সামনে ২০২৫-২০২৬ অর্থবছরে যাতে করে সমাধান করা যায়। এই লক্ষ্যে তাদের নিকট থেকে বিভিন্ন সমস্যার বিষয়গুলো নোট করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান।যাতে করে সামনের অর্থবছরে এ সকল সমস্যাগুলো যতদূর সম্ভব সমাধান করা যায় । এই বিষয়ে রসুলপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান জনগণকে আশ্বস্ত করেন যে, সামনের অর্থ বছরে যে সকল বিষয়গুলো আপনাদের কাছ থেকে নোট নেওয়া হলো ,সে সকল বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ ,এই বলে বাজেট সভা শেষ করেন ।