বিপ্লব সরকারঃস্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর পত্নীতলায়,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ২ আসনে পত্নীতলা উপজেলায় ৭১টি ভোটকেন্দ্রের ১০/০২/২০২৪ ইং তারিখে রাত্রিকালী নিরাপত্তায় নিয়োজিত ২৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রদত্ত ১০ কেজি চাল ও ১টি কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, টুকটুক তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার, পত্নীতলা নওগাঁ। আরো উপস্থিত ছিলেন শেফালী খাতুন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও মাসুদুর রহমান আনসার ও ভিডিপি কর্মকর্তা, এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ আহাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুন কোবরা (মুক্তা) নজিপুর ইউনিয়নের আনসার ও ভিডিপির দলনেতা ফজলুর রহমান প্রমুখ। এ সময় পত্নীতলা,উপজেলা আনসার ও ভিডিপিদের মাঝে মুল্যবান বক্তব্য দেন মাসুদুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ আনসার এমন একটি বাহিনী যে বাহিনী সব সময় মানবিক ও স্বেচ্ছাসেবী হিসাবে সব সময় সব কাজে সবার আগে আগ্রদুত হয়ে সকল কাজের অংশীদার। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা।