ঢাকাThursday , 7 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পত্নীতলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

দেশ চ্যানেল
March 7, 2024 5:24 am
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁর পত্নীতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সদর নজিপুর সরদারপাড়া (তিনমাথার) মোড়ে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, পত্নীতলা থানার সার্কেল মোহাম্মদ আব্দুল মমীন,ওসি (তদন্ত) সেলিম রেজা, বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেফালী খাতুন, প্রমুখ। শেষে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ১মিনিট নীরবতা পালন, দোয়া মোনাজাত করা হয় পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক ও নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, মাহবুব আলম চৌধুরী, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদের সদস্য আজাদ রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান,মহিলা বিষয়ক সম্পাদক ও নওগাঁ জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ ঝরনা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক ও নজিপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, দনজিপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা কিবরিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST