বিপ্লব সরকারঃ স্টাপ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসে সহযোগিতায় গরিব ও অসহায়দের মাঝে ২০২৩ -২০২৪ অর্থ বছরের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদানের চেক বিতরন আনুষ্ঠানিক ভাবে উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে বুধবার উপজেলা চত্বরে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের উপকার ভোগীদের মাঝে ১০ লক্ষ ৩০ হাজার টাকার মোট ২১টি চেক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা পরিবার পরিকল্পনা ডাঃ খালিদ সাইফুল্লাহ, আলহাজ্ব আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পত্নীতলা উপজেলা শাখা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত। সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব পত্নীতলা, উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সূধীজন প্রমুখ।