বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০ঘটিকার সময় এই ঘটনা ঘটে।
নিহত যুবক, পত্নীতলা উপজেলার পশ্চিম পাটিচরা গ্রামের মোঃ রহমান সোনারের ছেলে স্বাধীন (২৬)।
পাটিচরা গ্রামের বাসিন্দা মোঃ খলিল জানান, সকালের দিকে জমিতে ট্রাক্টর নিয়ে হালচাষ দিতে গিয়েছিলেন স্বাধীন। বৃষ্টি আসলে ট্রাক্টর রেখে একটি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছিলো। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই স্বাধীন নিহত হন। সাথে আরও দুইজন আহত হন তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে এলাকাবাসী দ্রুত পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান, তারা এখন চিকিৎসাধীন অবস্থায় আছে।