ঢাকাTuesday , 14 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নওগাঁর পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত।

    দেশ চ্যানেল
    January 14, 2025 4:56 pm
    Link Copied!

    ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি

    নওগার পোরশায় মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে একটি বিবাদমান আবাদী জমির মাপযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানাগেছে।

    নিহত নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমান(৪০) নিতপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) ও পূর্ব দিয়াড়াপাড়া আজাদের ছেলে এবং

    স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নিতপুর ইউপির বালাশহিদ মৌজার দক্ষিনে রনসদা এলাকায় জমি নিয়ে গোপিনাতপুর গ্রামে মৃত জিল্লু রহমানের ছেলে আব্দুর রহিম(৫৭), রহিমের ছেলে ইসমাইল(৩০) ও বারকুল্লার (২৫) সাথে বিরোধ চলে আসছিল বিএনপি নেতা মাইদুর রহমানের। মঙ্গলবার দুপুরে মাইদুর রহমান ঔই জমি মাপযোগের এক পর্যায়ে রহিম ও তার ছেলের সাথে কথাকাটাকটির এক পর্যায়ে মাইদুরকে ছুরিকাঘাত করা হয়। এসময় অন্যরা সাথে সাথে তাকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় তার ভাই হামিদুল (৩৫) অপরপক্ষের মারপিটে আহত হয়েছেন।

    এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং আসামীরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আটকের জোর প্রচেষ্ঠা চলছে বলে তিনি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST