মোঃ মাহবুব আলম শাওন বদলগাছী উপজেলা প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বাদলগাছী উপজেলা মহিলা দলের সদস্য মনিরা সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা মহিলা শাখার সেক্রেটারী মোসা. লায়লা পারভীন, জাতীয় নাগরিক পার্টির বদলগাছী উপজেলা কমিটির সদস্য কুমকুম ইয়া হাবিবা।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন এবং জাতীয় উন্নয়ন ও মানবিক সমাজ বিনির্মাণে সক্রিয় অংশগ্রহণের শপথ গ্রহণ করেন।