বদলগাছী উপজেলা প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে পরিসংখ্যান ব্যুরো ‘অর্থনৈতিক শুমারি, ২০২৪ সুপারভাইজার ও গননাকারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ভালো সম্পর্ক ও স্বজনপ্রীতির মাধ্যমে এই নিয়োগ হয়েছে বলে একাধিক পরিক্ষার্থীর অভিযোগ। ফলাফল প্রকাশের পর থেকেই উপজেলা পরিসংখ্যান অফিস সবসময় তালাবদ্ধ থাকতে দেখা গেছে। এ নিয়ে উপজেলায় পরীক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, বদলগাছী উপজেলায় অর্থনৈতিক শুমারির জন্য ২৯ জন সুপারভাইজার ও ১৫০ জন গননাকারী নিয়োগের জন্য উপজেলা নির্বাহী অফিসার গত ২১ শে নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেন। উপজেলার ৮ টি ইউনিয়নে সুপারভাইজার পদে ৫০ জন ও গননাকারী পদে ৫১৯ জন নারী- পুরুষ আবেদন করেন। গত ২৭ শে নভেম্বর উপজেলা পরিসংখ্যান অফিসে আবেদনকারীদের শুধুমাত্র মৌখিক পরীক্ষা হয়। তিনদিন পর রাতে ফলাফল প্রকাশ হয়। প্রকাশিত ফলাফল দেখে পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। কারন অন্য চাকুরীতে কর্মরত, মৌখিক পরীক্ষায় অনুপস্থিত,অভিজ্ঞতা নেই এমন ব্যক্তিদের নিবার্চিত করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিলো জাতীয় সার্ভিস,সরকারি,বেসরকারী চাকুরী করলে তারা আবেদন করতে পারবেন না। কিন্তু বদলগাছী সদর ইউনিয়নে সুপারভাইজার পদে ০০১ নং রোল আবু হুরাইরা বড় কাবলা ইকরা ইন্টারন্যাশনাল স্কুলে কর্তব্যরত আছেন। তাকে উত্তীর্ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে। এবং কোলা ইউনিয়নে ০০১ নং রোল মৌখিক পরীক্ষায় উপস্থিত ছিলো না। তারপরও সে নিয়োগ পেয়েছে। কেউ কেউ বলছেন ইউএনও অফিসের সাথে যাদের ভালো সম্পর্ক রযেছে তারা নিয়োগ পেযেছে।
বালুভরা ইউপির তনুশ্রী,সদর ইউপির শাহিন,কোলা ইউপির কলি নামে কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, মৌখিক পরীক্ষায় সকল প্রশ্নের উত্তর দিয়েছি। কাগজপত্র সব ঠিক ছিলো। কিন্তু কি কারনে তারা নিয়োগ দেয় নি এটা অফিস বলতে পারবে।
আর সচেতন মহল এই ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে ফলাফল ঘোষনার দাবি জানান।
উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল ম্যানেজার আবু ওয়াছিব বলেন, মাত্র কয়েকদিন সময় পেয়েছি যাচাই-বাছাই করার জন্য। কেউ পরিচয় গোপন করে আবেদন করার পর উত্তীর্ন হয়ে থাকলে তার বিরুদ্ধে অভিযোগ দিলে তার নিয়োগটি বাতিল করা হবে। অফিস সবসময় তালাবদ্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জেলায় সবাই আমরা ট্রেনিং আছি। এই জন্য অফিস তালাবদ্ধ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, কোন অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।