বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর সাপাহার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পিসি, এপিসি, আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাপাহার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে ১৩ মে সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলা পরিষদ চত্ত্বরের মাঠে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে থেকে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত )আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুর রহমান সাপাহার উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক সাখাওয়াত হোসেন, বদলগাছী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোসাঃ জান্নাতুন, বদলগাছী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ ইমন হোসেন প্রমুখ, উপস্থিত ছিলেন। আগামী ২১ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে ৫২ টি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৯০০ জন সদস্যদের মাঝে ৭৮০ জনকে দায়িত্ব পালনের জন্য বাছাই করা হয়।